ইউটিউবের মতো আমরা নিজের ফেসবুক পেজে ভিডিও আপলোড করে টাকা

ইনকাম করতে পারবেন। ফেসবুক অফিসিয়ালি ভাবে নতুন ভিডিও মনিটাইজেশন

সার্ভিস চালু করেছে। যার মাধ্যমে আপনারা "ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম"

করতে পারবেন।

আপনারা যেকেউ নিজে একটি পেজ তৈরি করে, সেখানে ভিডিও আপলোড করে

বিজ্ঞাপনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে এই, Facebook

থেকে টাকা আয় করার উপায় সব থেকে বেশি লাভজনক হয়ে দাঁড়িয়াছে।

নিজের চ্যানেলে ভিডিও আপলোড করে ইনকাম করার উপায় শুধুমাত্র ইউটিউবে

ছিলো। কিন্তু বর্তমানে ফেসবুক অফিসিয়ালি ভাবে জানান, ফেসবুক পেজে ভিডিও

আপলােড করে টাকা আয় করা যাবে। 

"ফেসবুক থেকে টাকা আয়" করার এই নতুন পদ্ধতিতে বলা হয় "Facebook

video monetization" বা "ad breaks", এই ad breaks বা "ফেসবুক

ভিডিও মনিটাইজেশন" করার জন্য আপনার পেজের কিছু নিয়ম মানতে হবে।

এই নিয়ম গুলো  মেনে কাজ করলে ফেসবুক থেকে টাকা আয় করতে পারবেন।

তাহালে, চলুন নিচে থেকে জেনে আসি "ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম" করার

উপায় গুলো  সম্পর্কে।

Facebook ad breaks ?

Facebook ad breaks হলো  এমন একটি সার্ভিস যার মাধ্যমে আপনার নিজের

ফেসবুক পেজে আপলোড করা ভিডিও গুলোতে বিজ্ঞাপন বা এড দেখাতে 

পারবেন। এই এড বা বিজ্ঞাপন গুলো  মানুষরা যখন দেখবে বা ক্লিক করবে তখন

আপনি টাকা ইনকাম করতে পারবেন।

ভিডিওতে দেখানাে বিজ্ঞাপন গুলো  স্বাভাবিক ভাবে দেখানাে হয়। তবে, আপনি

চাইলে ভিডিওতে বিজ্ঞাপন গুলোকে নিজের পছন্দমত জায়গায় দেখাতে 

পারবেন। এই প্রক্রিয়া গুলো  সম্পর্ন ভাবে ইউটিউবের মতো। 

মনে রাখবেন, আপনি এই ফেসবুক মনিটাইজেশন এর মাধ্যমে কেবল ফেসবুক

পেজে ভিডিও আপলোডকরে টাকা আয় করতে পারবেন। আপনি যদি নিজের

ফেসবুক প্রােফাইলে ভিডিও আপলােড করেন তাহলে কিন্ত টাকা আয় করতে

পারবেন না।

ফেসবুক পেজে ভিডিও আপলােড করে টাকা আয় করতে হলে, তাদের কিছু নিয়ম

মেনে কাজ করতে হবে। চলুন সেই নিয়ম গুলাে নিচে থেকে জেনে আসি।

Facebook ad breaks eligibility - (যােগ্যতা)

ফেসবুক ad breaks এই সার্ভিস ব্যবহার করার জন্য আপনাকে কিছু যােগ্যতার

প্রয়ােজন হবে। এই যােগ্যতা গুলাে যদি আপনার পেজে না থাকে তাহলে আপনি

"ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম" করতে পারবেন না।

তবে, মনে রাখবেন ad breaks এর যােগ্যতা বা নিয়ম কানুন গুলাে তেমন কঠিন

কোনাে বিষয় না। একটু সময় নিয়ে কাজ করলে আপনারা এই যােগ্যতা অর্জন

করতে পারবেন।

Ads breaks eligibility rules

১. আপনার নিজের একটি ফেসবুক পেজ থাকতে হবে। কারণ, আগেই বলেছি ad

breaks এর বিজ্ঞাপন পেজের ভিডিওতে দেখিয়ে টাকা আয় করতে পারবেন।

২. আপনার Facebook page এ ১০,০০০ লাইক (Likes) বা ফলােয়ার্স

(followers) থাকতে হবে।

৩. আপনার পেজে এমন সকল কনটেন্ট, ভিডিও, ছবি আপলােড করতে হবে,

যেগুলাে Facebook policy কে ফলাে করা হয়েছে। মানে এমন ভিডিও, ছবি

পাবলিশ করতে হবে যেগুলাে ফ্যামিলি সহ সবাই দেখতে পারে।

৪. ফেসবুক পেজের দেশ, ভাষা এর সার্পোট করতে হবে। যেমন- বাংলাদেশ,

ভারত সহ এশিয়ার অনেক দেশে ফেসবুক মনিটাইজেশন অন করে দিয়েছে।

৫. পেজের ভিডিও গুলাে মিলে মােট ৩০,০০০ ভিউস হতে হবে এবং এই ভিউস

গুলাে কমপক্ষে ১ মিনিটের হতে হবে। আর আপনার ভিডিও গুলাে কমপক্ষে ৩

মিনিটের হতে হবে।

যদি ৩ মিনিটের কম সময়ের ভিডিও হয়, তাহলে সেই ভিডিওতে ভিউ ads

| breaks এ যুক্ত হবে না। তাছাড়া, ৩ মিনিটের কম সময়ের ভিডিও গুলােতে এড

বা বিজ্ঞাপন দেখানাে হবে না।

উপরে বলা সকল নিয়ম গুলাে যদি আপনার পেজে মেনে কাজ করতে পারেন,

তাহলে আপনি পেজে ad breaks ব্যবহার করে ফেসবুক থেকে টাকা আয় করতে

পারবেন।

পারবেন

আপনার ফেসবুক পেজ কি ad breaks এর যােগ্য?

আপনার যদি এখনাে ফেসবুক পেজ না থাকে, কিন্তু আপনি যদি "ফেসবুক পেজ

থেকে টাকা ইনকাম" করতে চান? তাহলে একটি Facebook page বানিয়ে নিন।

তার পরে সেখানে ভিডিও আপলােড করে বিজ্ঞাপন লাগয়ে ad breaks এর

মাধ্যমে টাকা আয় করুন।

আর আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে, তাহলে সেই পেজে ad breaks

এর যােগ্যতা রয়েছে কি না সেটা চেক করার জন্য নিচে দেওয়া লিংকে যান।

Check Facebook Page Eligibility For Ads Breaks

উপরের লিংকে ক্লিক করে নিজের ফেসবুক একাউন্টে লগইন করে করতে হবে।

এবার আপনার ফেসবুক একাউন্টে যতগুলাে page রয়েছে সব গুলাে নিচে

দেখতে পাবেন।

আপনার ফেসবুকে যদি লগইন করা না থাকে তাহলে ইমেইল এবং পার্সওয়াড

দিয়ে লগইন করে নিন। তার পর "Go to Creator Studio" অপশনে ক্লিক

করুন। এবার আপনি Page Monetization পাওয়ার অপশন গুলাে দেখতে

পাবেন।

আপনি পেজ গুলাে চেক করে দেখতে পাবেন, কোন কোন পেজ গুলাে ads

| breaks বা video monetization এর জন্য যোগ্য। যদি আপনার পেজ গুলোতে 

যোগ্যতা না থাকে, তবে কি কারণে নেই সেটাও নিচে দেখতে পাবেন।


1 Comments

Post a Comment

Previous Post Next Post